ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেকেই নিজেদের অন্যায় ও দুর্নীতি ঢাকতে চাইছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (১৫ জানুয়ারি) কক্সবাজার জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় এই মন্তব্য করেন।শহরের লালদীঘির পূর্বপাড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা হয়।
ড. হাছান মাহমুদ বলেন, পিঠ বাঁচাতে এখন সবাই নৌকায় উঠতে চায়। অনেকে লুটপাট করে ও লুণ্ঠিত সম্পদ রক্ষা করতে নৌকায় উঠতে চায়। অনেকেই নৌকায় উঠে রক্ষা পেতে চায়। তবে কাউকে এই সুযোগ দেওয়া হবে না। নৌকায় বেশি মানুষ উঠতে পারে না।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব) ফোরকান আহমদ, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমূখ।
এমআই