মন্তব্য
নারীদের হার্ডলসে জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণের হাসি হাসলেন বাংলাদেশ নৌবাহিনীর তামান্না আক্তার।
সুনামগঞ্জের এই নারী অ্যাথলেট গত বছর চট্টগ্রামে ১৪.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছিলেন। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে এবার তিনি সময় নিয়েছেন ১৪.৬০ সেকেন্ড।
গতবারের চেয়ে সময় কমিয়েছেন ০০.২০ সেকেন্ড। তামান্নার জন্য যেটা স্বস্তিদায়ক।