মন্তব্য
শুক্রবার সুন্দরী নারী অনম খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তীর স্বামী রোশন। নিজের জিমের বাইরে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দু’জনকে।
ক্যামেরার দিকে তাকিয়ে ভিক্টরি সাইনও দেখাচ্ছেন তাঁরা। রোশনের কাঁধে পেশায় মডেল ওই নারীর হাত। ক্যাপশনে লেখা, ‘সে আমার মনের বন্ধু’।
আনন্দবাজার