মন্তব্য
জল্পনা-কল্পনার ইতি টেনে মমতা বন্দোপাধ্যয়ের তৃণমূল কংগ্রেসে থাকার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী শতাব্দী রায়। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বীরভূমের তিনবারের সংসদ সদস্য। শতাব্দী বলেছেন— ‘আমি তৃণমূলেই থাকছি। দলের প্রতি আস্থা আছে।’
বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদির বিজেপিতে যোগ দেয়ার ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট করেন শতাব্দী। ওই পোস্টে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। শুক্রবার তার দিল্লি যাওয়ার কথাও ছিল।