করোনা পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় রফতানি খাত দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সব প্রস্তুতি রয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বুস্টিং বাংলাদেশ ট্রেড কমপিটিটিভনেস শীর্ষক এক ওয়েবিনারে এ কথা বলেন। পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই) ও বিশ্বব্যাংক যৌথভাবে এ ওয়েবিনারের আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে মাথাপিছু আয় বেড়েছে। সরকার পরিবহন, উৎপাদনশীলতা বৃদ্ধি, ট্রেড ফ্যাসিলিটি সিস্টেম, গ্লোবাল ভ্যালু চেইন ইত্যাদি ক্ষেত্রে উন্নতির চেষ্টা করছে। সম্পদের সুষম বণ্টনের উদ্যোগ চলছে। বড় সাফল্য দারিদ্র্য নিরসন- যোগ করেন মন্ত্রী টিপু মুনশি।
ওয়েবিনারে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদী সাত্তার, বক্তব্য দেন– বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান, সাবেক বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন এবং পিআরআইএ’র গবেষণা পরিচালক ড. আবদুর রাজ্জাক। বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ড. নোরা ডিহেল ও ড. ক্যাসিলা ল্যাকটোস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এমকে