মন্তব্য
নতুন সিনেমা ‘মণিকর্ণিকা রিটার্নস দ্য লেজেন্ড অব দিদ্দা’র ঘোষণা করার এক দিনের মাথায় কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। অভিযোগ করেছেন‘দিদ্দা- দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মীর’ বইটির লেখক আশিস কওল।
বইটির লেখক বলেন, ‘‘কঙ্গনার মতো অভিনেত্রীর এমন আচরণে আমি অবাক। দিদ্দা যেহেতু কাশ্মীরের রানি ছিলেন, কঙ্গনা এই অভিযোগ অস্বীকার করতেই পারেন। কিন্তু আমার কাছে বইটির কপিরাইট আছে।’’
আনন্দবাজার