মন্তব্য
বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুধু একজন অভিনেতা নন। বুম্বাদা মানেই ইন্ডাস্ট্রি। চমক হল বাংলা নয় হিন্দি ওয়েব সিরিজ দিয়ে ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে তার।
বিপরীতে থাকবেন ‘পদ্মাবত’ এর অভিনেত্রী অদিতি রাও হায়দারি। এই ওয়েব সিরিজে বুম্বাদা অভিনয় করতে চলেছেন হিমাংশু রায়ের চরিত্রে।
হিমাংশু রায় ছিলেন চল্লিশের দশকের ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রির একটি দাপুটে নাম। বলিউডের জন্মদাতা তিনিই। এই ওয়েব সিরিজে ভারতবর্ষের স্বাধীনতার আগের সময়কালের চিত্র।