মন্তব্য
অস্ট্রেলিয়াতে এবার প্রথম সারির একটি বিমান সংস্থার বিমানে ‘ছোট’ পোশাকের কারণে এক তরুণীকে উঠতে দেওয়া হয়নি। এমন ঘটনার শিকার তরুণীর নাম ক্যাথরিন বাম্পটন।
অ্যাডিলেড থেকে গোল্ড কোস্ট যাওয়ার জন্য ভার্জিন অস্ট্রেলিয়ার বিমান সংস্থার একটি টিকিট কেটেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে বিমানে ওঠার সময়ই বাধাপ্রাপ্ত হন রিনি। বিমানসেবিকারা তাকে জানান, বিমানচালকের ক্যাথরিনের ছোট পোশাকে আপত্তি রয়েছে। তাই তিনি যেন নিজের পোশাক বদলে তবেই বিমানে চড়েন।
ক্যাথরিন বলেন, যাত্রীদের সামনেই আমাকে পোশাক পরিবর্তনের কথা বলেন বিমানসেবিকা, যা আমাকে বিড়াম্বনায় ফেলে দেয়। আমাকে বলা হয়, এই পোশাকে শরীরের অনেকটা অংশ দেখা যাচ্ছে, যা বিমানচালকের পছন্দ নয়। ওই সময় সবাই আমাকেই দেখছিল, যা খুবই অস্বস্তিজনক ছিল।