বুর্জ খালিফায় চলছে হিব্রু গান!

১৭ জানুয়ারী ২০২১

দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। আর একটি চুক্তিই যেন বদলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের চেহারা।

চুক্তির পর গত ২৬ নভেম্বর ইসরায়েলিদের নিয়ে প্রথম বিমান আসে দুবাইতে। সেই শুরু। তার পরের আট সপ্তাহে সাড়ে তিন ঘণ্টার বিমানযাত্রা করে দুবাইয়ে পৌঁছে গেছেন ইসরায়েলের ৫০ হাজার মানুষ। এখন দুবাই ও ইসরায়েলের মধ্যে চারটি বিমানসংস্থা দিনে ১৫টি করে ফ্লাইট চালায়। 

সংযুক্ত আরব আমিরাতের পর্যটন শহর দুবাই এখন স্থানীয় ইহুদি ও পর্যটকদের ভিড়ে গমগম করছে। সেখানে সদ্য খোলা কোশার রেস্তোরাঁয় প্রচণ্ড ভিড় হচ্ছে। বিলাসবহুল হোটেলে বিশাল করে ইহুদিদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। গত ডিসেম্বরে ইহুদিদের ছুটির সময়ও হোটেলে অনুষ্ঠান হয়েছে। বিশ্বের সব চেয়ে উঁচু ভবন বুর্জ খালিফার সামনের স্কোয়ারে হিব্রু গান গাওয়া হয়েছে।


মন্তব্য
জেলার খবর