দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয়সহ সব পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন গণফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মহসীন মন্টু। বলেছেন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে হবে। সর্বস্তরের মানুষের জন্য সরকারকে ভর্তুকি দিতে হবে। বুধবার (২ মার্চ) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান।
সরকারের উদ্দেশ্যে মহসীন মন্টু বলেন, মানুষের কথা; দেয়ালের কথা বুঝার চেষ্টা করেন। দেশের এমন কোনও গলি, রাস্তা পাবেন না- যেখানে এ সরকারের বিরুদ্ধে ক্ষোভ নেই। সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়ে গণফোরাম (একাংশ) সভাপতি বলেন- ক্ষমতার জোরে, পুলিশের জোরে দেশে কোনও স্বৈরাচার টিকতে পারেনি। আপনারাও টিকতে পারবেন না। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিন। আপনাদের বিদায়ঘণ্টা বেজে গেছে, এরপর কী হয় বলা মুশকিল।
নিরপেক্ষ সরকার প্রসঙ্গে মহসীন মন্টু বলেন, তার দল নিরপেক্ষ নির্দলীয় সরকার চায়। এ সরকারের অধীনে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। দুর্নীতির সঙ্গে সম্পৃক্তদের পরিহার করে সুষ্ঠু সুন্দর একটি সরকার গঠন হবে। সমাবেশে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত রায় চৌধুরী, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে