ঘুমন্ত নারীকে গলা কেটে হত্যা

১৭ জানুয়ারী ২০২১

জেলা ফরিদপুরের সদর উপজেলায় নিজের বাড়িতে রহিমা বেগম নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে চরধোলাই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বোনের ছেলে কবির শেখকে গ্রেফতার করেছে।

রহিমা বেগম (৫৭) গ্রামটির বাসিন্দা আলিমুদ্দিনের স্ত্রী। কবির শেখ একই উপজেলার শেখেরডাংগি গ্রামের বাসিন্দা, তার বাবার নাম খালেক শেখ।

পুলিশ বলছে, শনিবার রাত দুইটার দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যাকাণ্ডে হাসুয়া ব্যবহার করা হয়। সম্প্রতি টাকা চেয়ে না পাওয়ায় ভুক্তভোগীর উপর ক্ষুব্ধ ছিলেন কবির শেখ। বেশকিছু দিন ধরে ভুক্তভোগীর বাড়িতেই থাকতেন কবির শেখ, কাজ করতেন ক্ষেত- খামারে। মাদকাসক্ত ও বিকারগ্রস্ত কবির শেখকে ভুক্তভোগীর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। ফরিদপুর থানায় একটি হত্যা মামলায় হয়েছে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর