মন্তব্য
নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা ও দায়রা জজ আদালত নারায়ণগঞ্জের মাদক কারবারি আরিফুর রহমান ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান আরিফুর রহমানের বিরুদ্ধে করা মামলায় এ রায় দেন।
আরিফুর রহমানের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসীবাগবাড়ী এলাকার গিয়াস উদ্দিন ভূঁইয়ার ছেলে। সে পলাতক। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩ আগস্ট রাত দেড়টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আরিফুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা হয়।
ফরহাদ খান/এমকে