৬০ পৌরসভার নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না

১৭ জানুয়ারী ২০২১

দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভার নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যে কোনও নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না। একতরফা নির্বাচন কখনও কাম্য নয়। এই কথা বলছেন খোদ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া এক লিখিত বক্তব্যে এই মন্তব্য করেন। শনিবার (১৬ জানুয়ারি) এসব পৌরসভায় ভোট হয়।

মাহবুব তালুকদার বলেন, আমি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করেছি। বেলা ১টা পর্যন্ত  ভোটকেন্দ্রগুলোর সাত হাজার ৩১১ জন ভোটারের মধ্যে এক হাজার ২৩২ জন ভোট দেন। ৩টি বুথে ৩ জন বিরোধীদলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই। কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় বিরোধীদলীয় প্রার্থীর কোনও পোস্টার দেখতে পাইনি।

কমিশনার মাহবুব তালুকদার আরও বলেন, পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এই বিষয়ে সবার ঐকমত্য আবশ্যক।

 

এমআই


মন্তব্য
জেলার খবর