নিখোঁজের ৭ দিন পর জেলের মরদেহ উদ্ধার

০২ মার্চ ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে নিখোঁজের ৭ দিন পর মোকসেদ মমিন (৩০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ মার্চ) সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাটের মেঘনা পাড়ের ব্লকের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ও কোস্টগার্ড সদস্যর।

এর আগে যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ৯ জন জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায় মেঘনা নদীতে। সেই জেলেদের মধ্যে একজন ছিলেন মোকসেদ মমিন। তাকেসহ এ দুর্ঘটনায় মোট ৩ জেলে মারা গেল। বাকিদের জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

মোকসেদ মমিন ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ ওয়ার্ডেন মো. কায়সার আহম্মেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারের পানিতে ভেসে এসে তুলাতুলি মৎস্য ঘাট এলাকায় মেঘনা পাড়ের ব্লকের সঙ্গে আটকা পড়ে একটি মরদেহ। স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেরা মরদেহটি দেখে পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেয়।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, মরদেহটি শনাক্ত করে মোকসেদ মমিনের বড় ভাই। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর