মন্তব্য
বার্সা অধিনায়ক লিওনেল মেসি ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট না হয়েও নেমে পড়লেন ফাইনালে।
তবু শিরোপা অধরাই রয়ে গেল তার। দুহাত ভরে ট্রফিটা উঁচিয়ে ধরার সুযোগ হলো না আর।
শিরোপা তো পাওয়াই হলো না; উল্টো এমন কাণ্ডই ঘটল, যা মেসির ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে কখনই ঘটেনি।
লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লালকার্ড দেখে মাঠের বাইরে যেতে হলো আর্জেন্টাইন সুপারস্টারকে।
গোলডটকম