সেদ্ধ চালে আমদানি শুল্ক কমালো সরকার

১৮ জানুয়ারী ২০২১

চালের বাজার নিয়ন্ত্রণে সেদ্ধ চালের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চাল আমদানির রেগুলেটরি ডিউটিও তুলে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে রোববার (১৭ জানুয়ারি) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর আগে হাস্ক ও ভাঙা চালের আমদানি শুল্ক কমিয়েছিল সরকার।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হাস্ক, সেদ্ধ (বাসমতি ও অটোমেটিক চাল বাদে) এবং ভাঙা চালে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর আগে ৭ জানুয়ারি হাস্ক ও ভাঙা চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। ১৭ জানুয়ারির প্রজ্ঞাপনের মাধ্যমে ৭ জানুয়ারির প্রজ্ঞাপন রহিত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনের আওতায় রেয়াতি হারে চাল আমদানির আগে প্রতি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের এই সংক্রান্ত ন্যূনতম যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই প্রজ্ঞাপন বলবৎ থাকবে বলে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর