মন্তব্য
দুই দিনে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের তাপমাত্রা অনেকখানি কমেছে। ১৮ জানুয়ারি থেকে দক্ষিণাঞ্চলের তাপমাত্রাও আরও কমতে পারে। রোববার (১৭ জানুয়ারি) তিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। দিনাজপুর, সৈয়দপুর, বগুড়া, নওগাঁ ও শ্রীমঙ্গল অঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহর ঢাকায় ১৩ দশমিক ৫, ময়মনসিংহে ১১ দশমিক ৩, চট্টগ্রামে ১৪ দশমিক ৪, সিলেটে ১১ দশমিক ৫, রাজশাহীতে ১১, রংপুরে ১০ দশমিক ৫, খুলনায় ১৩ দশমিক ৪ এবং বরিশালে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এমআই