চার ম্যাচ নিষিদ্ধ হবেন মেসি!

১৯ জানুয়ারী ২০২১

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন কম্পিটিশন কমিটি চলতি সপ্তাহে লিওনেল মেসির ভাগ্য নির্ধারণে বসবেন। সেখানেই নির্ধারিত হবে কত ম্যাচের জন্য নিষিদ্ধ হবে বার্সা দলপতি।

তবে এটা নিশ্চিত, কমপক্ষে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন মেসি। যে শাস্তি দ্বিগুণও হতে পারে। এটা নির্ভর করছে কমিটির সিদ্ধান্তের ওপর। তারা পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খরুপে বিশ্লেষণ করবেন। তারপর সিদ্ধান্ত দেবেন। নিষেধাজ্ঞার আওতায় পড়বে লা লিগা আর কোপা দেল রে।

আপাতত বলে দেয়া যায়, মেসি বৃহস্পতিবার কোপাতে তৃতীয় বিভাগের দল কনেলার বিপক্ষে ম্যাচটি মিস করবেন। খেলতে পারবেন না সপ্তাহান্তে লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচেও।আর নিষেধাজ্ঞা যদি আরও বড় হয়, তবে কোপাতে পরবর্তী রাউন্ডের ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে মেসিকে। ৩১ জানুয়ারি ন্যু ক্যাম্পে খেলতে পারবেন না অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ।


মন্তব্য
জেলার খবর