পৌর পরিষদ ভাঙতে আইন সংশোধনের  উদ্যোগ নেওয়া হবে

১৮ জানুয়ারী ২০২১

কর্মচারীদের ১২ মাসের বেতন দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পৌরসভার পরিষদ ভাঙতে  পৌরসভা আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে। কারণ প্রচলিত আইনে বলা আছে- সিটি করপোরেশন ও পৌরসভা তাদের নিজস্ব আইন অনুযায়ী চলে এবং নিজেদের আয়ে পরিচালিত হবে। রোববার (১৭ জানুয়ারি) স্ট্রেংদেনিং দ্য আরবান লোকাল গভর্নমেন্টস ইন বাংলাদেশ শীর্ষক জাতীয় নীতি নির্ধারণী সংলাপে এই কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার বিভাগের অধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে  এই সংলাপ হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের বেশিরভাগ পৌরসভা তাদের স্টাফদের বেতন দিতে পারে না।মানুষ পৌরসভায় ট্যাক্স দিতে পারেন না— এমন কথা বিশ্বাসযোগ্য নয়। সিটি করপোরেশন, পৌরসভাগুলোতে নিজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, করোনা মহামারির সঙ্কট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিল এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হলে  সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদসহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের শক্তিশালী করলেই হবে না, জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।

পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী  প্রমূখ।

 

এমআই


মন্তব্য
জেলার খবর