২৪ ঘণ্টায় ২৩ করোনা রোগীর মৃত্যু

১৮ জানুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৬৯ জনের। এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৬৮১ জন।রোববার (১৭ জানুয়ারি)  সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত সাত হাজার ৯০৬ জন করোনা রোগী মারা গেছেন। পাঁচ লাখ ২৭ হাজার ৬৩২ জনের করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন করোনায় সংক্রমিত চার লাখ ৭২ হাজার ৪৩৭ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৩টি। শনাক্তের হার ১৫ দশমিক ২৬।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫৫৩টি। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৪৬টি নমুনা। শনাক্তের হার চার দশমিক ২৩ । মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী সাত জন।  বিভাগ অনুযায়ী ঢাকায়  ১৬ জন, ময়মনসিংহে দুই জন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে একজন করে রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমআই

 


মন্তব্য
জেলার খবর