সংসদে বছরের প্রথম অধিবেশন বসছে আজ

১৮ জানুয়ারী ২০২১

জাতীয় সংসদে এই বছরের প্রথম অধিবেশন বসছে আজ সোমবার (১৮ জানুয়ারি)।  একাদশ জাতীয় সংসদের একাদশ এই অধিবেশন যতদূর সম্ভব সংক্ষিপ্ত হবে। শুরুর দিন বিকাল সাড়ে ৪টায় বসলেও পরবর্তী দিনগুলোতে বেলা ১১টায়  বসবে অধিবেশন। স্বাস্থ্যবিধি মেনে চলতে সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন অধিবেশনে।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। অধিবেশন জুড়ে রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা । বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হলেও এবার করোনার কারণে তা হবে না।

অধিবেশন সম্পর্কে সংসদের হুইপ ইকবালুর রহিম সাংবাদিকদের জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে ১২ থেকে ১৪ কার্যদিবস অধিবেশন চালানো হতে পারে। শুরুর দিনে প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপনের পর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এরপর অধিবেশন মুলতবি করা হবে।

প্রথম দিন করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া সব সংসদ সদস্য অংশ নিতে পারবেন। এরপর রোস্টার করা প্রতি কার্যদিবসে সর্বোচ্চ ৯০ জনকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে। সংসদ সচিবালয়ে কর্মরতদেরও মধ্যে কেবল অধিবেশন সংশ্লিষ্ট কর্মচারীরা সংসদে ঢুকতে পারবেন। তবে তাদের করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। সংসদ অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে  শুধু রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ ভবনে যাওয়ার অনুমতি পাবেন সাংবাদিকরা। এর জন্য প্রত্যেক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন করে জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর