জয় করতে পারলেন না রোনালদোরা

১৮ জানুয়ারী ২০২১

শেষ চার ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে রোববার রাতে ইন্টারের মাঠে খেলতে গিয়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাস। কিন্তু ম্যাচে খুব একটা আধিপত্য বিস্তার করতে পারেনি তারা।

একের পর এক আক্রমণ সামলেই কেটেছে ম্যাচের বেশিরভাগ সময়। উজ্জীবিত ফুটবল খেলে ২-০তে ম্যাচ জিতেছে টেবিলের দুই নম্বর দল ইন্টার মিলান।

জুভেন্টাস যেখানে সবমিলিয়ে চার ও লিগে তিন জয়ের পর প্রথম হারের দেখা পেলো, সেখানে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ইন্টার। দলের জয়ে গোল দুইটি করেছেন দুই মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও নিকোলা বারেলা।


মন্তব্য
জেলার খবর