দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে

১২ জানুয়ারী ২০২২

মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত  থাকার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২  ডিগ্রি সেলসিয়াস কমতে পারে,  শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পূর্বাভাসে বুধবার (১২ জানুয়ারি) এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃষ্টিপাতের সম্ভবনা থাকা অঞ্চল হিসেবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গার কথা বলছে আবহাওয়া অধিদফতর।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দিনাজপুরে, ১১ মিলিমিটার। অন্যদিকে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রের্কড হয়েছে ফেনীতে- ১৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ১৮ দশমিক ৪, ময়মনসিংহে ১৭ দশমিক ৮, চট্টগ্রামে ১৭,  সিলেটে ১৭ দশমিক ৯,  রাজশাহীতে ১৫ দশমিক ৩,  রংপুরে ১৮ দশমিক ৪, খুলনায় ১৮ দশমিক ৬ এবং বরিশালে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর