'বিয়ের কারণে ইনজুরি'

১৯ জানুয়ারী ২০২১

একজন ক্রিকেটার যখন ফর্মে থাকেন না তখন বাজে সমর্থকেরা তার পরিবার এবং ব্যক্তিজীবনকে আক্রমণ করে বসে। এবার এমন অভিজ্ঞতার শিকার হলেন পাকিস্তানের পেসার হাসান আলী। উইকেট শিকারের পর তার যে উদযাপন, সে কারণেই নাকি বারবার চোটে পড়েন হাসান আলী। তাছাড়া এই চোট নাকি বিয়ের পর বেড়ে গেছে। এমন সব মন্তব্য শুনে বেজায় চটেছেন হাসান আলী। 

পাকিস্তানের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী পেসার বলেছেন, 'দুই ধরনের লোক আছে। কেউ দুঃসময়ে পাশে থাকে, কেউ সমালোচনার জন্যই স্রেফ সমালোচনা করে। ক্রিকেট পারফরম্যান্সের জন্য সমালোচনাকে আমি সবসময় স্বাগত জানাই, কোনো সমস্যা নেই। কিন্তু বুঝি না, ব্যক্তিগত জীবনকে কেন সমালোচনার লক্ষ্য বানানো হয়। আমি নাকি বিয়ের কারণে চোটে পড়ছি, ক্রিকেটে আগ্রহ হারিয়ে ফেলছি। ওই লোকগুলোর কোনো ধারণাও নেই, ক্রিকেটারদের কতটা কঠিন সময়ের মধ্যে যেতে হয় এবং ক্যারিয়ারে কতটা ওঠা-নামা থাকে।' 


মন্তব্য
জেলার খবর