২য় দফায় বৈঠকে রাশিয়া-ইউক্রেন

০৩ মার্চ ২০২২

রাশিয়ার কর্মকর্তারা বলছেন বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে ইউক্রেনের প্রতিনিধিরা পোল্যান্ড-বেলারুশ সীমান্তে রওয়ানা হয়েছেন।

 

রাশিয়ার পক্ষে প্রধান মীমাংসাকারী ভ্লাদিমির মেদনিস্কি রুশ মিডিয়াকে বলেছেন ইউক্রেনের কর্মকর্তারা কিয়েভ থেকে রওয়ানা হয়েছেন এবং রুশ সৈন্যরা তাদের জন্য একটি নিরাপত্তা করিডোর নিশ্চিত করছে।

 

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন ইউক্রেনের নিরস্ত্রীকরণে রাশিয়া প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বিভিন্ন মারণাস্ত্রের একটি তালিকা করা হয়েছে যেগুলো কখনই ইউক্রেনে মোতায়েন করা যাবে না।

 

লাভরভ বলেন, পুতিনের সরকার ইউক্রেনের জনগণের নেতৃত্ব নির্বাচনের অধিকার স্বীকার করে এবং ভলোদোমির জেলেনস্কিকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে রাশিয়ার কোনো অসুবিধা নেই।

 

সূত্র: বিবিসি


মন্তব্য
জেলার খবর