বিশ্বদার খুব মিষ্টি একজন গার্লফ্রেন্ড আছে : দিতিপ্রিয়া

১৯ জানুয়ারী ২০২১

ওপার বাংলার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বদার খুব মিষ্টি একজন গার্লফ্রেন্ড আছে। আমার সঙ্গে বিশ্বদার যা না সম্পর্ক তার চেয়েও কিন্তু ওর গার্লফ্রেন্ডের সম্পর্ক অনেক বেশি ভাল।

বিশ্ববসু বিশ্বাসের সঙ্গে নিজের সর্ম্পক নিয়ে দিতিপ্রিয়া বলেন, বিশ্বদা আমার দাদার মতো। রাসমনির সেটে দুজন রয়েছে, যারা আমাকে সবসময় গাইড করে। আগলে রাখে। গৌরব চট্টোপাধ্যায় এবং বিশ্ববসু বিশ্বাস। ওদের কাছে সবকিছুই শেয়ার করা যায়। বিশ্বদা তো আমার দাদা, আমার খুব কাছের একজন দাদা।


মন্তব্য
জেলার খবর