অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে ফেব্রুয়ারিতে!

১৯ জানুয়ারী ২০২১

২০১১ সালের ১২ ফেব্রুয়ারি প্রেম শুরু করেন ওপার বাংলার আলোচিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। চুটিয়ে প্রেম করেছেন টানা দশ বছর। দুই পরিবার মেনেও নিয়েছে তাদের সর্ম্পক। লকডাউনের একটা সময় ঐন্দ্রিলার বাড়িতেই কাটিয়েছেন অঙ্কুশ।

১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রথম সিনেমা ‘ম্যাজিক’। ওই দিনই প্রেমের দশ বছর পূর্তি হচ্ছে তাদের। তার দুইদিন পরই অঙ্কুশের জন্মদিন।  ছবি মুক্তির দিনেই নিজেদের বিয়ের রেজিস্ট্রি সেরে নিবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা বলেন, আমরা রেজিস্ট্রি করতে করতেই হলে ঢুকব। বাকিটা বুঝে নাও। 

অঙ্কুশ বলেন, সেটা এখনই কনফার্ম করে দিলে মুশকিল। এটা কনফার্ম নয়, আবার হতেও পারে। কোনদিন আমাদের মাথা ঘুরে যাবে, কী সিদ্ধান্ত নিয়ে ফেলব সেটা নিজেরাও জানি না। 


মন্তব্য
জেলার খবর