গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৯৭ জনের।করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৩৬ জন। সোমবার (২৮ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত সাত হাজার ৯২২ জন করোনা রোগী মারা গেছেন। করোনা শনাক্ত হয় পাঁচ লাখ ২৮ হাজার ৩২৯ জনের। সুস্থ হয়েছেন করোনায় আক্রান্ত চার লাখ ৭৩ হাজার ১৭৩ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ লাখ ৭০ হাজার ১৬০টি। শনাক্তের হার ১৫ দশমিক ২২।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮২৯টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৭টি। শনাক্তের হার পাঁচ দশমিক ৪৯। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী চার জন। সবাই হাসপাতালে মারা গেছেন। বিভাগ অনুযায়ী ঢাকায় ১১ জন, চট্টগ্রামে তিন জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
এমআই