মন্তব্য
পার্শ্বপ্রতিক্রিয়া মেনে নিয়েই করোনার ভ্যাকসিন নিতে হবে। তবে পার্শ্বপ্রতিক্রিয়া হলে ভুক্তভোগীকে সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হবে।এই কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর নয়। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া কম। তিনি বলেন, এযাবৎ বাংলাদেশে যেসব ভ্যাকসিন দেওয়া হয়, সেখানেও কিন্তু সাইড ইফেক্ট আছে। কাজেই আমি মনে করি, এটাতে বড় কোনও সমস্যা হবে না। আশা করি সপ্তাহখানেকের মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারবো।
এমআই