মন্তব্য
প্রথমবারের মতো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সাথে যুদ্ধে তাদের সেনাদের হতাহতের একটি পরিসংখ্যান দিয়েছে। রাশিয়ার মিডিয়ায় প্রকাশিত একটি রিপোর্টে বলা হচ্ছে এখন পর্যন্ত ৪৯৮ জন রুশ সেনা মারা গেছেন, আহত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন।
ইউক্রেন রুশ সৈন্য হতাহতের যে সংখ্যা বলেছে রাশিয়ার দেওয়া সংখ্যা তার চেয়ে কয়েকগুণ কম। কিয়েভ দাবি করেছে ইউক্রেনের সৈন্যরা ৫ হাজার ৮৪০ জন রুশ সৈন্যকে হত্যা করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে লড়াইতে তারা ইউক্রেনের ২ হাজার ৮৩০ জনেরও বেশি সৈন্যকে হত্যা করেছে। আহত হয়েছে ৩৭০০।
দুই পক্ষের দেওয়া হতাহতের এই সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।
সূত্র : বিবিসি