রাজার অবমাননায় ৪৩ বছরের কারাদণ্ড!

২০ জানুয়ারী ২০২১

থাইল্যান্ডের রাজাকে অবমাননার দায়ে এক নারীকে ৪৩ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন সেদেশের আদালত। ফেসবুক ও ইউটিউবে রাজাকে অবমাননা করে ভিডিও পোস্ট করায় এ শাস্তি ওই নারীকে দেওয়া হয়েছে।

 দণ্ডিত নারীর বয়স ৬০ এর কোঠায়। থাই আদালত প্রাথমিকভাবে তাকে ৮৭ বছরের কারাদণ্ড দেয়। পরে অপরাধ স্বীকার করে নেওয়ায় দণ্ড অর্ধেক কমিয়ে দেওয়া হয়। তার মামলাটি প্রায় ছয় বছরের পুরনো। 

থাই রাজতন্ত্রে যা কিছুই রাজা, রানি, উত্তরাধিকারী কিংবা শাসকের বিরোধিতা হিসেবে চিহ্নিত হয়, তার কারণেই নাগরিকদের সাজা হওয়ার সুযোগ আছে।


মন্তব্য
জেলার খবর