মন্তব্য
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে বিমানবন্দরে তিন মাস বসবাসের অভিযোগ উঠেছে আদিত্য সিং নামে এক ভারতীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে।
ওই যুবক ১৯ অক্টোবর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে শিকাগো আসেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়েই তিনি এতোদিন বাড়ি যাওয়া থেকে বিরত ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করেননি।
আদিত্য সিংয়ের জামিন মূল্য ধার্য করা হয়েছে ১ হাজার মার্কিন ডলার। এটি পরিশোধে ব্যর্থ হলে তিনি বিমানবন্দর থেকে নিষিদ্ধ হবেন। আদিত্য সিং জানান, তিনি বিমানবন্দরে আসা যাত্রীদের থেকে খাবার চেয়ে খেয়েছেন এই তিন মাস। আদিত্য হসপিটালিটি বিষয়ে মাস্টার্স করেছেন এবং লস এঞ্জেলসে বসবাস করেন। বর্তমানে তিনি বেকার।
বিবিসি