নারীদের ক্ষমতায়ন পিল কেনার হিড়িক!

২০ জানুয়ারী ২০২১

করোনা পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্যে নারীদের ভায়াগ্রা বিক্রি বেড়েছে প্রায় ৪০০ গুণ। যুক্তরাজ্যজুড়ে ‘এলি সেরা’ নামের এই পিলটি এখন জনপ্রিয়তার তুঙ্গে। পিলটিকে ভায়াগ্রার পাশাপাশি ‘ক্ষমতায়ন পিল’ও বলা হচ্ছে। তবে পিলটি সম্পূর্ণ নিরাপদ কিনা তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। 

উজ্জ্বল নীল ভায়াগ্রা ট্যাবলেটের বিপরীতে 'এলি সেরা' দেখতে সোনালী। এই যৌগ বানাতে পাঁচটি ভেষজ উপাদান ব্যবহার করা হয়েছে যা নারীর আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে। ট্যাবলেটটি বানাতে ব্যবহার করা হয়েছে বিটরুট, জিঙ্কো পাতা, সাইবেরিয়ান জিনসেং, প্রাকৃতিক মাকার নির্যাস, ট্রাইবুলাস টেরেস্ট্রিস'র নির্যাস প্রভৃতি।

ডেইলি মেইল ও দ্য সান


মন্তব্য
জেলার খবর