দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জন করোনা রোগী মারা গেছেন । ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে নমুনা পরীক্ষায়। এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৬৮২ জন।মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত ৭ হাজার ৯৪২ জন করোনা রোগী মারা গেছেন। করোনা শনাক্ত হয় ৫ লাখ ২৯ হাজার ৩১ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন। ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৫ দশমিক ১৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৭৪টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৭টি। ৪ দশমিক ৬৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৬ জন নারী।বিভাগ অনুযায়ী ঢাকায় ১১ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ২ জন ও খুলনায় ১ জন রয়েছেন। হাসপাতালে ১৮ জন এবং বাড়িতে ২ জনের মৃত্যু হয়েছে।
এমআই