আরও সময় চাচ্ছে মিয়ানমার

২০ জানুয়ারী ২০২১

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য আরও সময় চাচ্ছে মিয়ানমার। আর প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলাদা প্রস্তাব দিয়েছে দুই দেশ। তবে সঙ্কট সমাধানের জন্য চীন মিয়ানমারকে প্রভাবিত করে কি-না তার ওপর অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ, চীন ও মিয়ানমারের কর্মকর্তাদের মধ্যে দেড়ঘণ্টা বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।  

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন  সাংবাদিকদের বলেন,  মিয়ানমার বলেছে যে সংখ্যাটি (৪২ হাজার) তারা যাচাই-বাছাই করেছে, সেটি দিয়ে শুরু করা। আমাকে দুই-তিনবার বলতে হয়েছে- সংখ্যাটি এখানে গুরুত্বপূর্ণ নয়। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পরস্পর পরস্পরকে চেনে বা একই গ্রাম বা একই এলাকা থেকে এসেছে, এমন লোকদের একসঙ্গে পাঠানো। এতে তারা যেতে উৎসাহবোধ করবে।

মিয়ানমারের মনোভাব প্রসঙ্গে পররাষ্ট্র সচিব  বলেন, মিয়ানমার যেহেতু আগে থেকে একটি অবস্থান নিয়েছে, সেজন্য তারা সঙ্গে সঙ্গে এটি মেনে নেয়নি। তবে তারা এটি বিবেচনায় নেবে এবং আমরা আশা করছি যে ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এগুলো সমাধান করতে পারবো। বেইজিংয়ের মনোভাব বিষয়ে তিনি বলেন, চীন মনে হলো আমাদের এই প্রস্তাবের কারণটা ধরতে পেরেছে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর