১৯৭১ সালে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ৩০ লাখ স্বাক্ষর জাতিসংঘসহ সদস্য রাষ্ট্রের সরকারের কাছে পাঠাবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের ৩০ লাখ নাগরিকের এই স্বাক্ষর সংগ্রহ করা হবে আগামী এক বছরে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) একটি আন্তর্জাতিক ওয়েবিনারের এই তথ্য জানানো হয়।
সংগঠনটির ৩০ বছরে পদার্পণ উপলক্ষে এই ওয়েবিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির।ওয়েবিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক জানান, নির্মূল কমিটির এই উদ্যোগের বিষয়ে দ্রুতই মন্ত্রিপরিষদে কথা বলবেন তিনি। শাহরিয়ার কবির বলেন, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন এবং বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের উদ্যোগ গ্রহণের জন্য ২০১৭ সালের মার্চে জাতীয় সংসদে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। কিন্তু সরকারিভাবে এখন পর্যন্ত ’৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। এক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
ওয়েবিনারে আলোচনায় অংশ নেন- ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, আইটি সেলের সভাপতি শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, সাংস্কৃতিক স্কোয়াডের সাধারণ সম্পাদক সঙ্গীতশিল্পী জান্নাতুল ফেরদৌসী লাকী, সর্ব ইউরোপীয় নির্মূল কমিটির সভাপতি সমাজকর্মী তরুণ কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক সমাজকর্মী আনসার আহমেদ উল্যাহ, ইন্দো-বাংলাদেশ ফোরাম ফর সেক্যুলার হিউম্যানিজমের সাধারণ সম্পাদক সমাজকর্মী বিদ্যুৎ দেবনাথ প্রমূখ।
এমআই