ভারতে বর্তমানে সবচেয়ে বিলাসবহুল বাড়ির একটি এই পাতৌদি প্যালস। প্রায় ১০ একর জমিতে তৈরি পাতৌদি প্যালেসে রয়েছে ১৫০টি ঘর। তারমধ্যে রয়েছে ৭টি ড্রেসিং রুম, ৭টি বেডরুম, ৭টি বিলিয়ার্ড রুম। এসবের পাশাপাশি পাতৌদি প্যালেসে বিভিন্ন ধরনের কাজের জন্য একাধিক ঘর রয়েছে।
আছে চোখ ধাঁধানো বাগান ও বাহারি ফুলদের সমাহারা। বিরাট খোলা মাঠ, যেখানে সবুজ আর আকাশের নীল মিলে দারুণ এক অনুভূতির জন্ম দেবে মনে। পাতৌদি প্যালেসকে পুরনো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার পর সম্প্রতি সেখান যান সাইফিনা। কারিনা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর সেখানে বেশ কয়েকদিন কাটিয়ে তবেই তারা ফেরেন মুম্বাইতে।
সাইফদের রাজকীয় বাসভবনে প্রায়শই তাদের ছুটি কাটাতে যেতে দেখা যায়। পাতৌদি প্যালেসের ভেতরে ব্যক্তিগত লনের পাশাপাশি তৈমুরের জন্য খেলার বিভিন্ন জায়গাও তৈরি করা হয়েছে নতুন করে। ভারতের হরিয়ানা অবস্থিত বিখ্যাত পাতৌধি নবাবদের এই রাজকীয় বাসস্থানের বর্তমান মূল্য প্রায় ৮০০ কোটি টাকা।