শুরুর দিনে ভ্যাকসিন দেওয়া হবে ২৫ জনকে

২১ জানুয়ারী ২০২১

আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি থেকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রথম দিনে ভ্যাকসিন দেওয়া হবে ২০-২৫জনকে।কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘ড্রাই রান’ বা মহড়া শুরুর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হতে পারে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মানান। বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন তিনি।

আব্দুল মান্নান বলেন,  যে হাসপাতালেই উদ্বোধন হোক, সেখানে প্রথম দিনে চিকিৎসক, নার্সসহ একজন করে শিক্ষক, মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সিভিল সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকদের নেওয়া হবে। ক্রস সেক্টর থেকে বাছাই করে প্রথম দিন ২০ থেকে ২৫ জনকে এই টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সম্মতি দেন, সেদিন ভার্চুয়াল উপস্থিতিতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। তিনি জানান, ড্রাই রান হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও মুগদা জেনারেল হাসপাতালকে বাছাই করা হয়েছে। সেখানে ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করা হবে, তাদের মধ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা সেটা দেখা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

 

এমআই


মন্তব্য
জেলার খবর