মাদক নির্মূল না হলে  উন্নয়ন ব্যাহত হবে

২১ জানুয়ারী ২০২১

মাদক নির্মূল না হলে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ব্যাহত হবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো  মাদকের বিরুদ্ধেও জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।বুধবার (২০ জানুয়ারি) বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দফতরের প্রশিক্ষণ মাঠে  'মাদকদ্রব্য ধ্বংস' করার অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। মাদকের সঙ্গে জড়িতদের বর্জন করা না গেলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এজন্য মাদক কারবারে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।মাদকের বিস্তার ও ক্ষতি থেকে যুব সমাজকে বাঁচাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের আইজিপি ড. বেনজির আহমদ, বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো, সাজেদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কক্সবাজারে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৫৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

 

এমআই


মন্তব্য
জেলার খবর