৯ কোটি মানুষকে টিকাদানের প্রস্তুতি নিচ্ছে সরকার

২১ জানুয়ারী ২০২১

দেশের অন্তত ৮-৯ কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। এতে হার্ড ইমিউনিটি তৈরি হবে দেশে। বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভ্যাকসিন বিষয়ক সংবাদ সম্মেলনে এই কথা বলেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

স্বাস্থ্য সচিব  বলেন,  কোনও দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া  হলে হার্ড ইমিউনিটি তৈরি হয়। আমাদের মাইক্রোপ্ল্যানে এই ৮০ শতাংশ মানুষকেই টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) উপহার হিসেবে ভারত থেকে  ২০ লাখ ভ্যাকসিন দেশে আসছে। পরবর্তীতে আসবে বাংলাদেশের কেনা ৫০ লাখ ভ্যাকসিন। এভাবে ভারত থেকে আরও তিন কোটি ভ্যাকসিন আসবে। কোভ্যাক্স থেকে আসবে ছয় কোটি ৮০ লাখ ডোজ। ছয় কোটি ৮০ লাখ ডোজ দেওয়া হবে তিন কোটি ৪০ লাখ মানুষকে। ভারত থেকে কেনা তিন কোটি ডোজ দেওয়া হবে এক কোটি ৫০ লাখ মানুষকে। এতে চার কোটি ৯০ লাখ মানুষ ভ্যাকসিন পাচ্ছে। সঙ্গে রয়েছে উপহারের ২০ লাখ। এই হিসাবে মোট জনসংখ্যা হয় ৫ কোটি ১০ লাখ। কিন্তু সরকারের প্রস্তুতি হচ্ছে— নিদেনপক্ষে ৮ থেকে ৯ কোটি মানুষকে টিকা দেওয়ার চেষ্টা করা। ৫ কোটি ১০ লাখ মানুষকে টিকা দেওয়ার পরেও যদি প্রয়োজন হয়, তাহলে আরও টিকা আমদানি করা হবে। আগামী জুন-জুলাইয়ের মধ্যে  দেশেই ভ্যাকসিন তৈরি হবে।

 

এমআই

 


মন্তব্য
জেলার খবর