হাজার মণের বেশি কাঁচাপাট মজুতের সময়সীমা এক মাস

২১ জানুয়ারী ২০২১

এখন থেকে একসঙ্গে এক হাজার মণের বেশি কাঁচাপাট একমাসের বেশি মজুত করা যাবে না। অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রফতানির ধারা বেগবান করতেই এই সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনাকালে বিষয়টি জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মন্ত্রী বলেন, সম্প্রতি দেশে কাঁচাপাটের সঙ্কট তৈরির কারণে পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়েছে। এজন্য লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীদের কাঁচাপাট ক্রয়-বিক্রয় ও মজুত হতে বিরত রাখা, ভিজাপাট ক্রয়-বিক্রয় রোধ করা এবং বাজারে কাঁচাপাটের সরবরাহ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পাট অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আলোচনাকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ জুট মিলস্ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জাহিদ মিয়াসহ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

 

এমআই


মন্তব্য
জেলার খবর