মন্তব্য
নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও পায়ের রগ কেটে দিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি)বিকালে চৌমুহনি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মোক্তার হোসেনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী হলেন নাজিরপুর মহল্লার মানিক হোসেনের ছেলে ইসতিয়াক তুর্জয়। ঘটনার ৩ দিন আগে জেল থেকে জামিন পেয়েছিলেন তিনি।পুলিশের ধারণা পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে।
এই ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিক শনাক্ত করতে পারেনি পুলিশ। লাশ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। থানায় মামলা হয়েছে।নোয়াখালী জেলা সিআইডি ঘটনা সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ ও ছায়াতদন্ত অব্যাহত রেখেছে।
এমআই