স্মার্টফোন কেনার টাকা পাচ্ছে সাড়ে ৯ লাখ শিক্ষার্থী

২১ জানুয়ারী ২০২১

অনলাইনে পড়ালেখার সুবিধার জন্য দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

বৃহস্পতিবার বিকেল ৩ টা ৪৫ মিনিটে এ কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার সকল সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই সহায়তা পাবে।

এর ফলে ভারতের ওই রাজ্যে উপকৃত হবে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে ৯ লাখ ৫০ হাজার ছাত্রছাত্রী। তাদের পছন্দ মতো স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য এই টাকা দেয়া হবে।


মন্তব্য
জেলার খবর