পুতিনকে ফোনে যা বললেন মোদি

০৩ মার্চ ২০২২

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

বুধবার তিনি ফোনে পূর্ব ইউক্রেনীয় শহর খারকিভের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, যেখানে এক হাজারেরও বেশি ভারতীয় শিক্ষার্থী আটকা পড়েছেন। খারকিভ কার্যত রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি ও পুতিন ‌‌‌‘ইউক্রেনের পরিস্থিতি পর্যালোচনা করেছেন, বিশেষ করে খারকিভ শহরে যেখানে অনেক ভারতীয় শিক্ষার্থী আটকে আছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ‘সংঘাতপূর্ণ এলাকা থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।’

 

জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকেও বিরত রয়েছে ভারত। যেখানে রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করার দাবিতে একটি নিন্দা প্রস্তাবের পক্ষে ১৪১টি দেশ ভোট দিয়েছে। আর ৩৫টি দেশ কোনো পক্ষেই ভোট দেইনি। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচ দেশ।

 

সূত্র : এনডিটিভি


মন্তব্য
জেলার খবর