করোনায় শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ৪ লাখের বেশি মানুষ মারা গেছে। তবুও জীবন থেমে থাকার নয়। নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য তাই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টুইট বার্তা, ‘শারীরিক দূরত্ব থাকলেও, আমাদের মধ্যে আত্মিক যোগ রয়েছে। সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।’
করোনার ব্যাপারে দেশবাসীকে সান্ত্বনা দিয়েছেন কমলা। এর আগের একটি টুইটে বলেছেন, ‘এখনো মানতে পারি না যে ওরা আর নেই। কারো দাদা, দাদি, ওরা আমাদের জগত ছিলেন। কারো বাবা-মা, কারো সঙ্গী, ভাই-বোন বা বন্ধু। কোভিডে যাদের হারিয়েছি, আজ তাদের শ্রদ্ধা জানানোর দিন। আজ রাতে একসঙ্গে সেই কষ্ট ভাগ করে নেব। সেরে উঠবো আমরা।’
নতুন দিনের স্বপ্ন একে কমলা পুনরায় বলেছেন, ‘দেশকে ঐক্যবদ্ধ করতে কাল থেকে জো বাইডেনের সঙ্গে আমি কাজ করবো। বর্তমান সমস্যাগুলোর মোকাবিলা করবো। দেশকে নতুন করে গড়ে তোলার শপথ পূরণ করবো।’