বাবার স্বপ্ন ছিল ছেলে জাতীয় দলের হয়ে খেলবে। অনেক পরিশ্রমের পর ছেলে সেই স্বপ্ন সত্যিতে পরিণত করেছে। কিন্তু সেই আনন্দের মুহূর্তে দেখার জন্য বাবা জীবিত ছিলেন না! বাবার মৃত্যুশোক বুকে নিয়ে অস্ট্রেলিয়ায় বল হাতে ঝড় তুলেছেন মোহাম্মদ সিরাজ। ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে দেশে ফিরে এবার তিনি গেছেন বাবার কবরের পাশে।
সফরে ভারতের তারকা পেসারদের ইনজুরির কারণে ব্যক্তিগত তৃতীয় টেস্টেই পেস অ্যাটাকের নেতা হয়েছেন সিরাজ। নিয়েছেন ৫ উইকেট। সফর শেষ করে দেশে ফিরে বাবার কবরের পাশে যান সিরাজ। ফুলে ফুলে ছেয়ে যায় কবর। মৃত বাবার আত্মার শান্তির জন্য দোয়া করেন সিরাজ।
এরপর উপস্থিত মিডিয়াকর্মীদের তিনি বলেন, 'দেশের জন্য খেলতে পেরেছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দেব। বাবার স্বপ্ন ছিল যে, তাঁর ছেলের খেলা সারা বিশ্ব দেখবে। উনি থাকলে আজ খুব খুশি হতেন।'