ম্যাক্সওয়েলকে উচিত শিক্ষা দিলেন প্রীতি!

২১ জানুয়ারী ২০২১

কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা পছন্দের ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে দল থেকে ছেড়ে দিলেন। আইপিএলের ১৪তম আসরের নিলামের আগে অজি ক্রিকেটারকে দলের তালিকা থেকে বাদ দিয়েছে দলটির কর্তৃপক্ষ। 

অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারে ভালো ক্রিকেট খেললেও গত আইপিএলে চরম ব্যর্থ হয়েছেন ম্যাক্সওয়েল। পুরো টুর্নামেন্টে ১৩ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ১০৮ রান, মারতে পারেননি একটি ছক্কাও। তাই এই হার্ডহিটারকে বাদ দেওয়াটাকে ম্যাক্সওয়েলের জন্য 'উচিত শিক্ষা' হিসেবেই দেখা হচ্ছে।

ক্রিকইনফো ও আইপিএলটি২০ডটকম


মন্তব্য
জেলার খবর