মন্তব্য
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয়েছে জো বাইডেনের। বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। পাশাওয়াশি এদিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসও শপথ নিয়েছেন।
তবে এই অনুষ্ঠানে সব কিছুর মধ্যে একটি বিষয় সবার নজর কেড়েছে। সেটি হল সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চোখ বন্ধ করে রাখা। বাইডেনের ভাষণের সময় ক্লিনটন ঘুমাচ্ছিলেন। ওই সময়ে ক্যামেরা তার দিকে তাক করা হয়। কিছু সময়ের জন্য ক্যামেরায় ধরা পড়েন ক্লিনটন।
নিউ ইয়র্ক পোস্ট