মন্তব্য
আমেরিকার কার্টুন প্রোগ্রাম ‘দ্য সিম্পসনস’ কয়েক বছর আগে পূর্বাভাস দেয় এক নারী মার্কিন রাষ্ট্রপতি কাজ শুরুর প্রথম দিন একটি বেগুনি পোশাক পরবেন। সিম্পসনস দেয়া সেই পূর্বাভাস হুবহু মিলে যায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ক্ষেত্রে।
বুধবার কমলা হ্যারিস সিম্পসনসের সেই কার্টুন চরিত্রের মতই বেগুনি পোশাক পরে প্রথম কর্মদিন শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কার্টুন চরিত্রের ছবি এখন ভাইরাল।
এদিকে কার্টুন চরিত্রের মতন শুধু বেগুনি পোশাকই শুধু নয় ঠিক একই রকম গলায় পরা মুক্তোর মালা আর কানে মুক্তোর দূলও পরেছিলেন কমলা হ্যারিস।