খোলামেলা ফটোশুট রাইমা সেনের

২২ জানুয়ারী ২০২১

 অভিনেত্রী রাইমা সেন নিজের ইনস্টাগ্রামে রীতিমত উত্তাপ ছড়িয়েছেন। কালো ডিপ নেক স্যুটের সঙ্গে ঠোঁট গাঢ় লিপস্টিক- সব মিলিয়ে বেশ বোল্ড লাগছিল রাইমাকে। তবে রাইমা কোনো লিখিত বার্তা দেননি।

নেটিজেনরা মনে করছেন, শরীরের একাংশ দেখানোর ক্ষেত্রে আপত্তি নেই রাইমার। তাই স্বস্তিকা এবং শ্রীলেখার মতো করেই উন্মুক্ত করেছেন যতটুকু করা সম্ভব। তবে রাইমা এর আগেও স্বল্প পোশাকে একাধিক ছবি শেয়ার করেছিলেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল বহুবার।


মন্তব্য
জেলার খবর